“রাহুল গান্ধী একজন ৫০+ ব্যক্তি হওয়া সত্ত্বেও…”-RSS -কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের কড়া জবাব দিলো বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরএসএস প্রধান মোহন ভাগবতকে নিয়ে লেখা একটি প্রবন্ধের প্রশংসা করেছেন বিজেপি সাংসদ কালীচরণ সিং। তিনি বলেন যে দেশ যখনই সংকটের সম্মুখীন হয়েছে, তখনই আরএসএস সদস্যরা জাতির পাশে দাঁড়িয়েছে। তিনি আরএসএস-এর অবদানের কথা তুলে ধরে বলেন যে ভারতের অগ্রগতিতে তাদের একটি বড় ভূমিকা রয়েছে। বিজেপি সাংসদ আরও জানান, ১৯২৫ সালে যখন দেশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, তখন আরএসএস গঠিত হয়েছিল। এই সংস্থাটি দেশকে সেবা করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে এমন ব্যক্তিদের একটি দল। আরএসএস-এর সদস্যদের স্বেচ্ছাসেবক বলা হয়, যারা নিজেদের ইচ্ছায় দেশের সেবায় এগিয়ে আসেন।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভোট চুরির’ অভিযোগের বিষয়ে সিং বলেন, দেশ রাহুল গান্ধীকে গুরুত্বের সঙ্গে নেয় না। তাঁর মতে, রাহুল গান্ধী একজন ৫০+ ব্যক্তি হওয়া সত্ত্বেও শিশুদের মতো কথা বলেন। তিনি বলেন যে যদি কোনো শহরে ৫০০ জন বাসিন্দা থাকেন এবং ৭০০ জন ভোটার থাকেন, তাহলে ২০০ জন ভোটার জাল। এই ধরনের জাল ভোটারদের অপসারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। রাহুল গান্ধী অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন যে, ভারতের সবচেয়ে পুরনো দল কংগ্রেস, যা একসময় ৪০০টি আসন জিতত, এখন ১০০টি আসনও পার করতে পারছে না।