গম্ভীর বনাম অশ্বিন! এশিয়া কাপে জয়ের পরেও কেন কোচের উপর চটলেন এই স্পিনার?

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল। কিন্তু এই জয়ের পরেও টিম ইন্ডিয়ার কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তার ইউটিউব চ্যানেলে তিনি সরাসরি প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে আঙুল তুলেছেন। অশ্বিনের অভিযোগ, গম্ভীর কোচ হওয়ার পর থেকে অর্শদীপ সিংকে দলে সুযোগ দেওয়া হচ্ছে না।
অর্শদীপকে কেন বাদ দিলেন গম্ভীর?
রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন, “অর্শদীপ সিংকে বাদ দেওয়াটা বেশ অবাক করার মতো। তবে এটা কোনো নতুন কথা নয়। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকেই এমনটা হচ্ছে।” তিনি আরও মনে করিয়ে দেন, অর্শদীপ পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।
অশ্বিন মনে করেন, দুবাইয়ের পরিস্থিতি বিচার করে গম্ভীর হয়তো স্পিনারদের উপর বেশি ভরসা করছেন। তিনি বলেন, “যখন গম্ভীর কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ট্রফি জিতিয়েছিলেন, তখনো তিনি পুরোপুরি স্পিনারদের উপর নির্ভর করেছিলেন।”
শিবম দুবের বদলে অর্শদীপকে চাইছেন অশ্বিন
অশ্বিন আরও বলেন, এই ধরনের দল গঠন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কাজে নাও আসতে পারে। তিনি শিবম দুবের বদলে অর্শদীপের অন্তর্ভুক্তি দাবি করেছেন। তার কথায়, “আমি জানি শিবম দুবে কয়েকটি উইকেট পেয়েছে। কিন্তু এই ধরনের বোলিং কম্বিনেশন নিয়ে আমি সন্তুষ্ট নই। অর্শদীপ একজন ভালো খেলোয়াড়, যে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভালো পারফর্ম করেছিল। এমন একজন খেলোয়াড়কে বেশিদিন দলের বাইরে বসিয়ে রাখা কঠিন।”
অশ্বিনের এই মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একজন প্রাক্তন ক্রিকেটারের এমন মন্তব্য ভারতীয় দলের অন্দরমহলের ছবিটাই যেন কিছুটা তুলে ধরছে।