বাংলার অশোকনগরের পর এবার বনগাঁ! প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডারের সন্ধান পেল ONGC

অশোকনগরের পর এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডারের সন্ধান পেল রাষ্ট্রীয় তেল ও গ্যাস সংস্থা ওএনজিসি (ONGC)। বনগাঁর গোপালনগর এলাকার আকাইপুরে এই বিপুল গ্যাসের ভাণ্ডার খুঁজে পেয়েছেন ওএনজিসি-র আধিকারিকরা। এর পাশাপাশি খনিজ তেলেরও সন্ধান চলছে বলে জানা গেছে।
ওএনজিসি-র এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার পর থেকেই উত্তোলনের কাজ শুরু হয়েছে এবং একটি বোরিং-এর কাজও সম্পন্ন হয়েছে। এই প্রকল্পে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বুধবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতকে স্থানীয় মানুষের সুবিধার জন্য একটি অ্যাম্বুলেন্স তুলে দেয় ওএনজিসি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিৎ দাস। তিনি ওএনজিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং নিশ্চিত করেছেন যে এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তবে প্রশাসনিক কারণে এর বেশি তথ্য এখনই প্রকাশ করা হয়নি। এই উদ্যোগটি সফল হলে এলাকার অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে বলে তিনি মনে করেন।
ওএনজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, কামদেবপুর এলাকায় কয়েক বছর ধরে প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান চালানো হচ্ছে এবং তারা আশাবাদী যে এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে।