অবৈধ সম্পর্কের জেরে শিক্ষিকাকে প্রকাশ্য রাস্তায় নিগ্রহ, গলায় মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

ওড়িশার পুরীতে এক চাঞ্চল্যকর ঘটনায় এক শিক্ষিকাকে প্রকাশ্য রাস্তায় নিগ্রহ ও হেনস্থা করা হয়েছে। অভিযোগ উঠেছে তার স্বামী ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ওই মহিলার বিরুদ্ধে এক ছাত্র নেতার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ আনা হয়। মঙ্গলবার রাতে এই ঘটনার সময় ওই মহিলা ও তার বন্ধুকে মারধর করা হয় এবং গলায় মালা পরিয়ে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
জানা গেছে, ওই মহিলা একটি কলেজে পড়ান। স্বামীর সঙ্গে বিবাদের জেরে তিনি পুরীর নিমাপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে একা থাকেন। তার স্বামী দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। অভিযোগ, মঙ্গলবার রাত ৮টা নাগাদ স্বামী ও তার কয়েকজন সঙ্গী ওই বাড়িতে ঢুকে পড়েন। সেখানে ওই শিক্ষিকার সঙ্গে ছাত্র নেতাকে ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পেয়েছেন বলে তারা দাবি করেন। এর পরেই দু’জনকে বাড়ি থেকে বাইরে এনে প্রকাশ্য রাস্তায় মারধর ও হেনস্থা করা হয়। ভিডিওতে দেখা যায়, মহিলাকে অশালীন ভাষায় গালাগালি করা হচ্ছে এবং তার বন্ধুকে বেঁধে মারধর করা হচ্ছে। এরপর তাদের দু’জনকে থানার দিকে হাঁটতে বাধ্য করা হয়।
পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ওই মহিলার স্বামী-সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনা নারী নির্যাতন এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।