সন্তানকে ফ্রিজে রাখলেন মা, পরিবারের দাবি ‘শয়তানের প্রভাব’; চিকিৎসকরা বলছেন…?

উত্তরপ্রদেশের মোরাদাবাদের কুরলা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র ১৫ দিন আগে জন্ম নেওয়া এক শিশুসন্তানকে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার রাতে শিশুটিকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ওই মহিলা ঘুমিয়ে পড়েন। শিশুটির কান্নার আওয়াজ শুনে তার ঠাকুমা দ্রুত রান্নাঘরে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল।

পরিবারের দাবি ও চিকিৎসকের বক্তব্য

পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন, ওই মহিলা ‘শয়তানের প্রভাবে’ এই কাজ করেছেন। এই কারণে তারা ঘরে বেশ কিছু ধর্মীয় আচার পালন করেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে একজন মনোবিদের কাছে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক কার্তিকেয় গুপ্ত পরীক্ষা করে জানান যে, ওই মহিলা প্রসবোত্তর মনোবিকার (Postpartum Psychosis)-এ ভুগছেন। তিনি বলেন, সন্তান জন্ম দেওয়ার পর অনেক মহিলার মধ্যে এমন মানসিক সমস্যা দেখা দেয়, যা সময় মতো চিকিৎসা না করালে বিপদ হতে পারে। বর্তমানে ওই মহিলার চিকিৎসা এবং কাউন্সেলিং চলছে।

প্রসবোত্তর মনোবিকার কী?

চিকিৎসকরা জানান, সন্তান জন্ম দেওয়ার পর মহিলাদের মানসিক স্বাস্থ্যে বড় ধরনের পরিবর্তন আসে। এটি একটি গুরুতর মানসিক সমস্যা, যা চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করা জরুরি। এই ঘটনায় মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।