“এগুলি থাকলে দুর্ঘটনা ঘটতে পারে..?”-হোর্ডিং দেখেই ক্ষুব্ধ মমতা, ফোন করতেই তৈরিঘরী অ্যাকশন

পুজোর হোর্ডিং, ফ্লেক্স এবং ব্যানারে ছয়লাপ কলকাতা শহরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে যাওয়ার পথে এসব দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সঙ্গে সঙ্গেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করে দ্রুত এই সব হোর্ডিং সরিয়ে ফেলার নির্দেশ দেন।
জরুরি বিজ্ঞপ্তি জারি
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। বুধবারই একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে তারা। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর কোনো ধরনের ফ্লেক্স বা ব্যানার লাগানো যাবে না। যেসব হোর্ডিংয়ের কলকাতা পুরনিগমের অনুমোদন নেই, সেগুলোও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের হোর্ডিং বা ব্যানার দুর্ঘটনার কারণ হতে পারে। গত বছর পুজোর সময় ঘটে যাওয়া বিপর্যয়ের কথা মাথায় রেখেই এবার কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এরপরও যদি কোনো ক্লাব বা পূজা কমিটি নিয়ম না মেনে হোর্ডিং লাগায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি জারির পর থেকেই হোর্ডিং সরানোর কাজ শুরু হয়েছে। বুধবার বাইপাসের প্রায় সব হোর্ডিং খুলে ফেলা হয়েছে। কলকাতা পুরনিগমের বিজ্ঞাপন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”