দুর্ঘটনার বলি দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষা দিয়ে বেরিয়েও বাড়ি ফেরা হলো না

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই ছাত্র। মালদহের রতুয়া থানার সামসী মতিগঞ্জ সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। নিহত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক এবং মহম্মদ রেহান।

দুই বন্ধু সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। তাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল রতুয়া হাইস্কুলে। বুধবার সকালে বাইকে করে তারা পরীক্ষার কেন্দ্রের উদ্দেশে রওনা হয়। কিন্তু সামসী মতিগঞ্জ পার হতেই একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

এই দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। সামসী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে পুলিশের হস্তক্ষেপে রতুয়া-সামসী রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা: এক ঝলকে গুরুত্বপূর্ণ তথ্য

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে, যা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লক্ষ ৬০ হাজার। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে প্রায় ৮০ হাজার।

পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বা ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলে। কিছু বিশেষ বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা হয় ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।

রাজ্যের মোট ২৩টি জেলায় ২১০৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।