মানুষের পূর্বপুরুষরা কি গাছে চড়তে পারত? উত্তর জানিয়ে দিলো গবেষকরা

আজ থেকে প্রায় ৩০ লাখ বছর আগে মানুষের পূর্বপুরুষরা দিব্যি গাছ বেয়ে তরতরিয়ে উঠতে পারত। শুধু তাই নয়, আরও নানা ধরনের শারীরিক কেরামতি তাদের নখদর্পণে ছিল, যা এখনকার মানুষকে শিখতে গেলে কঠোর অনুশীলন করতে হয়। এই সব অজানা তথ্য উঠে এসেছে মানবজাতির প্রাচীনতম পূর্বপুরুষ লুসিকে নিয়ে সাম্প্রতিক গবেষণায়।
লুসির কঙ্কালে নতুন আবিষ্কার
বিজ্ঞানীরা লুসির কঙ্কাল নিয়ে পরীক্ষা করে নতুন তথ্য খুঁজে পেয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, লুসির পায়ের গড়ন পরীক্ষা করে দেখা গেছে যে তার হাঁটুর মালাইচাকি এখনকার মানুষের মতোই কাজ করে। এর অর্থ, সে অনায়াসেই সোজা হয়ে হাঁটতে পারত। ৩০ লাখ বছর আগেই মানুষ হাঁটার এই ক্ষমতা অর্জন করেছিল।
হাঁটুর পাশাপাশি, বিজ্ঞানীরা লুসির পেলভিক হাড়ও পরীক্ষা করেছেন। দেখা গেছে, এই হাড়ের গড়ন এমন ছিল যে লুসি এবং তার সঙ্গীরা খুব সহজেই গাছে চড়তে পারত এবং সেখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারত।
এই গবেষণাটি প্রমাণ করে যে মানবজাতির প্রাথমিক বিবর্তনের সময়, আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা ছিল আরও বেশি বৈচিত্র্যময় এবং তাদের শারীরিক ক্ষমতা ছিল বর্তমান মানুষের চেয়েও বেশি।