‘তদন্তের স্বচ্ছতা নষ্ট হতে পারে!’ জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন বাতিলের দাবিতে হাইকোর্টে ইডি, ফের কি জেলে ফিরছেন বালু?

রেশন দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ মোট তিনজনের জামিন খারিজের আবেদন জানিয়ে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইডি-র দাবি, জামিনে মুক্ত থাকলে অভিযুক্তরা রেশন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন। তাদের আশঙ্কা, জ্যোতিপ্রিয় মল্লিক ও আনিসুর রহমান গুরুত্বপূর্ণ সাক্ষী ও নথি নষ্ট করার বা প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। ইডি আদালতে জানিয়েছে, এই বিশাল আর্থিক দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকার বেশি হতে পারে এবং তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই অভিযুক্তদের বাইরে রাখা হলে তদন্ত প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। দলের মধ্যে ‘বালু’ নামে পরিচিত এই প্রভাবশালী নেতা প্রায় ১৪ মাস জেলে থাকার পর চলতি বছরের জানুয়ারিতে শর্তসাপেক্ষে জামিন পান। এরপর তাঁর সহযোগী আনিসুর রহমানও জামিনে মুক্তি পান।
আইনজীবী মহলের মতে, হাইকোর্টের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, এটি শুধু একটি আইনি লড়াই নয়, বরং এর রাজনৈতিক গুরুত্বও অপরিসীম। বিরোধীরা যেখানে দুর্নীতির অভিযোগে শাসকদলকে কোণঠাসা করার চেষ্টা করছে, সেখানে ইডি-র এই নতুন পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।