‘বাংলাই বাংলা চালাবে, দিল্লি নয়!’ পরিযায়ী শ্রমিক ইস্যু তুলে ফের বিজেপিকে কড়া বার্তা মমতার

আসন্ন নির্বাচনের আগে বাঙালি অস্মিতা ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ইস্যু নিয়ে আবারও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, রাজ্যের অধিকার ও সম্মান রক্ষায় তিনি এক ইঞ্চিও জমি ছাড়বেন না।

মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে বাংলায় ফিরিয়ে এনেছি। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন।” তিনি আরও বলেন, যেখানে আয়ুষ্মান ভারতে ভেদাভেদ করা হয়, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড সবার জন্য সমান সুযোগ দেয়।

অন্যান্য রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আমি বলব, বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না। আসাম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা মাতৃভাষায় কথা বলব, আর অন্য ভাষাকেও সম্মান করব।”

এরপরেই তীব্র স্বরে তিনি বলেন, “কী অপরাধ বাংলার? বাংলাকে কন্ট্রোল করা যাবে না। বাংলাই বাংলা চালাবে, দিল্লি নয়।”

নেতৃত্বের প্রসঙ্গে মমতা সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ক্ষুদিরাম বসুর মতো মহান ব্যক্তিত্বদের উদাহরণ টেনে বলেন, “দেশের নেতা সেই হবে যে দেশ বোঝে। যে জাতপাতে ভাগ করে, সে দেশের নেতা নয়। আমরা হার মানব না, মাথা নত করব না।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।