ভারতের সবচেয়ে নোংরা ট্রেন কোনটি? ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া, কী নাম সেই ট্রেনের?

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ রেলওয়ে নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। দ্রুত গতির বন্দে ভারত এবং আরামদায়ক রাজধানী এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেনের পাশাপাশি এমন কিছু ট্রেনও রয়েছে, যেগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে। সম্প্রতি এক ট্রাভেল ব্লগারের শেয়ার করা ভিডিওতে ভারতের সবচেয়ে নোংরা ট্রেনের নাম ও তার ভয়াবহ অবস্থা প্রকাশ্যে এসেছে, যা দেখে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন।
ট্রাভেল ব্লগার উজ্জ্বল সিং জানিয়েছেন, ভারতের সবচেয়ে অপরিষ্কার ট্রেনের মধ্যে অন্যতম হলো ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটি প্রায় ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দেয় এবং গন্তব্যে পৌঁছতে প্রায় ৭৫ ঘণ্টা সময় নেয়। ট্রেনটি ৯টি রাজ্যের মধ্য দিয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, ট্রেনের বসার সিট থেকে শুরু করে টয়লেট এবং বেসিন পর্যন্ত সর্বত্র ময়লা ও দুর্গন্ধ। টয়লেটে পানের পিক এবং সিগারেটের টুকরো ছড়িয়ে আছে, এমনকি ঘণ্টার পর ঘণ্টা জলও থাকে না। খাবারের মানও অত্যন্ত খারাপ বলে অভিযোগ উঠেছে।
দূরপাল্লার যাত্রায় এমন অস্বাস্থ্যকর পরিবেশ বয়স্ক ও শিশুদের জন্য আরও বেশি কষ্টকর হয়ে ওঠে। এই ট্রেনটির ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভারতীয় রেলকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।
ভারতীয় রেল যদিও আনুষ্ঠানিকভাবে অপরিষ্কার ট্রেনের নাম প্রকাশ করেনি, কিন্তু যাত্রীদের অভিযোগের ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে। রেলের হেল্পলাইন নম্বরে (Helpline Number) যাত্রীরা পরিচ্ছন্নতা নিয়ে প্রায় ১,০০,২৮০ বার অভিযোগ জানিয়েছেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা অপরিষ্কার পরিবেশ দেখলে এই নম্বরে অভিযোগ জানাতে পারেন।