পুজোর আগে বড় চমক! বাংলায় আসছেন নির্মলা সীতারমণ, সঙ্গে আরও একাধিক কেন্দ্রীয় নেতা, নেপথ্যে কী কারণ?

পুজোর আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাড়ছে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানা যাচ্ছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো কেন্দ্রের নতুন জিএসটি (GST) সংস্কারের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরা।

সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে ‘নেক্সট জেন জিএসটি রিফর্ম’। এই নতুন নিয়মে ১২% এবং ২৮% জিএসটি স্ল্যাব তুলে দেওয়া হচ্ছে। তার বদলে জিএসটি স্ল্যাব থাকবে ৫%, ১৮% এবং ৪০%। সবচেয়ে বড় খবর, জীবন ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। এছাড়াও পাউরুটি, রুটি, পরোটা ও পনিরের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জিএসটি প্রত্যাহার করা হয়েছে, যা সাধারণ মানুষের কাছে স্বস্তির খবর।

সম্প্রতি এনডিএ-র এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত বিজেপি সাংসদকে নির্দেশ দিয়েছেন, জিএসটি-র নতুন নিয়মগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। বিশেষ করে, কীভাবে এই কর সংস্কার সাধারণ মানুষের উপর থেকে অর্থনৈতিক চাপ কমাবে, তা বোঝানোই মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর এই নির্দেশ মেনেই নির্মলা সীতারমণ বিভিন্ন রাজ্যে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বার্তা পৌঁছে দেবেন। তাঁর সফরের তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে প্রথম সারিতেই।

কংগ্রেস বারবার জিএসটি-কে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে কটাক্ষ করলেও, এখন তারা এই কর ব্যবস্থার কৃতিত্ব দাবি করছে। এর জবাবে নির্মলা সীতারমণ বলেন, জিএসটি-র প্রথম পর্যায় ছিল ‘ঐক্যের জন্য’ এবং দ্বিতীয় পর্যায় ‘সরলতার জন্য’। এখন সরকার জিএসটি-কে আরও সহজে বোধগম্য করার দিকে মনোযোগ দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে এখন পাখির চোখ হলো বাংলার বিধানসভা নির্বাচন। দুর্গাপুজো ও কালীপুজোর মতো উৎসব শেষ হলেই রাজ্যে বড় রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করছে বিজেপি। তবে উৎসবের আগেই রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে, নির্মলা সীতারমণের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও বাংলায় আসতে পারেন। শোনা যাচ্ছে, অমিত শাহ দুর্গাপূজার সময় কলকাতা ও তার আশেপাশের অন্তত দুটি পূজামণ্ডপের উদ্বোধন করতে পারেন।