উত্তরবঙ্গে বিরাট চমক! মমতার সফরে খুশির হাওয়া, আজ চা-শ্রমিকদের হাতে তুলে দেবেন ‘স্বপ্নের চাবি’, কপাল খুলল কাদের?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের উত্তরবঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন। এই দিনটি উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক এবং আদিবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে দাঁড়াল। আজ জলপাইগুড়ি জেলা থেকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সাতটি জেলার চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দিলেন জমির পাট্টা। একই সঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন তিনি।
মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং রিপোর্ট নেন। আজ জলপাইগুড়ির এবিপিসি মাঠে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের বহুদিনের দাবি পূরণ করলেন। তিনি নিজে হাতে সাতটি জেলার হাজার হাজার শ্রমিককে জমির পাট্টা তুলে দেন। এর আগে পূর্ব বর্ধমান থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য একই ধরনের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
জমির পাট্টা প্রদানের পাশাপাশি মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জন্য একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প, বাংলার বাড়ি এবং কর্মশ্রী-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকারি সূত্র থেকে জানা গেছে, মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়েও জেলা প্রশাসকদের সঙ্গে বিশদ আলোচনা করেছেন।
আজকের এই কর্মসূচির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল কলকাতায় ফেরার কথা রয়েছে।