প্রকাশ্যে শ্রীময়ীর গালে চুমু কাঞ্চনের, ‘বিবাহিত’ হয়েও মদন মিত্রকে নিয়ে যা বললেন শ্রীময়ী, ভাইরাল ভিডিও!

পুজোর আগেই তারকাদের মিলন মেলা। টাইমস স্কোয়ারের দুর্গাপূজা উপলক্ষে তৈরি একটি মিউজিক ভিডিওর উদ্বোধনে চাঁদের হাট বসেছিল। এই অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে সবার নজর কেড়ে নিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। প্রকাশ্যে শ্রীময়ীর গালে চুম্বন এঁকে দিলেন কাঞ্চন, যা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

মিউজিক ভিডিওটির উদ্বোধন হয়েছে কলকাতার বিজলী সিনেমা হলে। অনুষ্ঠানে ঢাকের তালে পা মিলিয়েছেন মদন মিত্রও। সেখানেই ছিল কাঞ্চন-শ্রীময়ীর একাধিক ভালোবাসার মুহূর্ত।

মিউজিক ভিডিও লঞ্চের মঞ্চে দাঁড়িয়ে শ্রীময়ী চট্টরাজ মদন মিত্রের প্রশংসা করে বলেন, “ও লাভলি! আমাদের মিউজিক ভিডিও কেমন লাগল? এই নাচে আমরা মদনদাকে মিস করেছি। যদি তুমি তোমার দারুণ প্রেজেন্স নিয়ে আমাদের পাশে থাকতে… এখন তো আমি বিবাহিত, কিন্তু ভালোবাসায় কোনও কমতি নেই। এই মানুষটাকে যতবারই দেখি, ততবারই ভালো লাগে। মনটা রঙিন। শুধু নেতা হিসেবেই নয়, ভীষণ ভালো মনের মানুষ মদনদা।”

শ্রীময়ীর প্রশংসায় আপ্লুত হয়ে মদন মিত্রও জানান যে নতুন এই মিউজিক ভিডিওটি তার খুব ভালো লেগেছে। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে শ্রীময়ী এবং কাঞ্চনের পারিবারিক বন্ধুত্ব এখন সবার জানা। ঋতুপর্ণার বাড়িতে বিভিন্ন উৎসবে তাদের প্রায়ই দেখা যায়। এবার ভক্তদের দীর্ঘদিনের আশা পূরণ করে এই দুই অভিনেত্রী একসঙ্গে একটি গানে কাজ করেছেন। বর্তমানে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ শ্রীময়ী ধারাবাহিক থেকে বিরতি নিয়ে মেয়েকে সময় দিচ্ছেন।