অশান্ত নেপাল! জ্বলছে সংসদ থেকে রাজপথ, দুশ্চিন্তায় দিন কাটছে বোলপুরের নেপালি পরিযায়ী শ্রমিকদের

নেপালে রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে। সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ভারতে থাকা নেপালি পরিযায়ী শ্রমিকদের। বীরভূমের বোলপুরে নাইট গার্ড হিসেবে কর্মরত প্রায় ২০-২৫ জন নেপালি পরিবার-পরিজনদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

নেপালের চলমান আন্দোলনে এখন পর্যন্ত প্রায় ২০ জন প্রাণ হারিয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী, আগুন ছড়িয়েছে রাষ্ট্রপতি ভবনেও। ফলে বন্ধ হয়ে গিয়েছে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর।

দীর্ঘদিন ধরে নেপালে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ভারতে থাকা নেপালিরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এই বিচ্ছিন্নতা তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছিল। সম্প্রতি ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হওয়ায় তাঁরা স্বজনদের সঙ্গে কথা বলতে পেরেছেন, যা কিছুটা হলেও তাঁদের মনে স্বস্তি ফিরিয়েছে।

বোলপুরের এই নেপালি পরিযায়ীরা জানান, দীর্ঘদিন ধরে নেপালের সরকার দুর্নীতিতে নিমজ্জিত ছিল। তাই সরকারের এই পদত্যাগে তাঁরা খুশি। তবে, আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি তাঁরা গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন। এই পরিযায়ী শ্রমিকরা আশা করছেন, দ্রুত নেপালে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।