সাত সকালে ঘুম ভাঙতেই মাথায় হাত! মাঠের পর মাঠ ধান সাবাড় করল হাতির পাল, চিন্তায় রাতের ঘুম উড়ছে কৃষকদের

সাতসকালেই মাথায় হাত মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের গুড়গুড়িপাল এলাকার পলাশিয়া গ্রামের বাসিন্দাদের। গতকাল রাতে খড়গপুরের দিক থেকে কংসাবতী নদী পেরিয়ে ১০টি হাতির একটি দল ঢুকে পড়ে এলাকায়। বাচ্চা-সহ এই দলটি গ্রামের ধানের জমিতে ব্যাপক তাণ্ডব চালায়। ফলস্বরূপ, পুজোর ঠিক আগেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
হাতির হানায় ব্যাপক ক্ষতি
আজ সকালে গ্রামের লোকজন উঠে দেখেন, পলাশিয়া গ্রাম-সহ আশেপাশের বেশ কিছু এলাকার ধানের জমির ফসল হাতির পালের তাণ্ডবে নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। এই হাতির দল রাতের অন্ধকারে হানা দেওয়ায় কৃষকরা কিছুই করতে পারেননি।
পরে অবশ্য গ্রামের মানুষ একত্রিত হয়ে হাতির দলকে তাড়িয়ে দেন। বর্তমানে ওই দলটি চাঁদড়া রেঞ্জ এলাকার একটি জঙ্গলে অবস্থান করছে বলে খবর।
ভবিষ্যৎ নিয়ে সংশয়
হাতির দলের এই হঠাৎ হানায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জমির ধান রক্ষা করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে দিন গুনছেন তাঁরা। সামনেই ফসল তোলার সময়, আর ঠিক এই মুহূর্তে হাতির দলের এই তাণ্ডব তাদের সব স্বপ্ন ভেঙে দিয়েছে।
উল্লেখ্য, এই সময়ে হাতির দল প্রায়ই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। বন দপ্তর এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।