সোনা কিনবেন ভাবছেন? পুজোর আগে বড়সড় ধাক্কা, আকাশ ছোঁয়া দামে মাথায় হাত!

পুজো প্রায় দোরগোড়ায়, আর এই উৎসবের মরসুমে সোনার দামে আগুন! লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। টানা কয়েকদিন ধরে বাড়তে বাড়তে সোনার দাম এখন রেকর্ড উচ্চতায়। সাধারণ ক্রেতাদের কপালে গভীর চিন্তার ভাঁজ, কারণ এই দামের ফলে অনেকেই পুজোর কেনাকাটার বাজেট কমাতে বাধ্য হচ্ছেন।
এক নজরে কলকাতার বাজারদর
২২ ক্যারাট সোনা: প্রতি ১০ গ্রামে ১,১১,১০০ টাকা।
২৪ ক্যারাট সোনা: প্রতি ১০ গ্রামে ১,১০,৩০০ টাকা।
দেশের অন্যান্য বড় শহরগুলোর বাজারও একইরকম চড়া। দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,১২,৫০০ টাকা, মুম্বইতে ১,১১,৭৫০ টাকা এবং পাটনায় ১,১০,৯৫০ টাকা।
কেন বাড়ছে সোনার দাম?
বিশেষজ্ঞরা বলছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ।
আন্তর্জাতিক অস্থিরতা: বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং ভূরাজনৈতিক চাপ সোনার চাহিদা বাড়াচ্ছে, কারণ বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন।
টাকার দুর্বলতা: ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় আমদানি করা সোনার দাম বেড়ে যাচ্ছে।
বিনিয়োগকারীদের ঝোঁক: শেয়ারবাজারে অনিশ্চয়তার কারণে অনেক বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে সোনার মতো নিরাপদ সম্পদে লগ্নি করছেন।
উৎসবের মরসুম: দুর্গাপুজো, দিওয়ালি এবং বিয়ের মরসুমের আগে সোনার চাহিদা বেড়ে যায়, যা দাম বাড়াতে সাহায্য করে।
পুজোর কেনাকাটায় প্রভাব
বউবাজারের গয়নার দোকানগুলোতে গিয়ে দেখা গেল, পুজোর আগে যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের অনেকেই দাম শুনে হতাশ। অনেকে এই মুহূর্তে কেনাকাটা স্থগিত রেখেছেন, কারণ এত চড়া দামে সোনা কেনা তাদের সাধ্যের বাইরে।
বাজার বিশ্লেষকদের মতে, সোনার দাম এখনই কমার কোনো সম্ভাবনা নেই। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং উৎসবের চাহিদা মিলিয়ে আগামী কয়েক সপ্তাহে দাম আরও বাড়তে পারে। তাই যাঁরা পুজোর জন্য গয়না কেনার কথা ভাবছেন, তাদের অনেকেই যত দ্রুত সম্ভব কেনাকাটা সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন। কারণ সেপ্টেম্বরের শেষ নাগাদ সোনার দাম আরও এক ধাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।