পুজোর আগে দুর্গাপূজার আমেজ! কাঁথিতে আজ থাকছে ‘পুজোয় পালস’ ট্যাবলো, কোথায় কখন?

দুর্গাপূজার আগেই পুজোর আমেজ পেতে চান? ঢাকের আওয়াজ শুনতে চান? তাহলে আজ, বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতেই চলে আসুন। টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে ‘পুজোয় পালস’ ট্যাবলো আজ কাঁথির দুটি ভিন্ন স্থানে থাকছে। এখানে আপনি একদিকে যেমন পুজোর আমেজ উপভোগ করতে পারবেন, তেমনই তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোলের স্বাদও নিতে পারবেন।
কোথায় কখন পৌঁছবে ট্যাবলো?
কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড: আজ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ট্যাবলো এখানে থাকবে।
কাঁথি প্রভাত কুমার কলেজ (পিকে কলেজ): বিকেল ৪টা নাগাদ ট্যাবলোটি কলেজের সামনে পৌঁছবে এবং রাত ৮টা পর্যন্ত সেখানেই থাকবে।
এই সময়ের মধ্যে সাধারণ মানুষ ট্যাবলোর কাছে এসে ঢাকের তালে মেতে উঠতে পারবেন।
এবছর ‘পুজোয় পালস’-এর তৃতীয় সিজন চলছে। এর থিম হল ‘গোল কা মোল’, অর্থাৎ গোলের মূল্য। বিগত দুই বছরের সাফল্যের পর এবারও এই ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ট্যাবলো পৌঁছে যাচ্ছে এবং পথচলতি মানুষ পালস গোলমোল খেয়ে দারুণ উচ্ছ্বসিত।