ভারতকে হারাতে চাই না! মোদির ‘ভালো বন্ধু’ ট্রাম্পের সুর নরম, দিলেন বড়সড় ঘোষণা

একদিকে শুল্ক নিয়ে চাপ, অন্যদিকে বন্ধুত্বের বার্তা। সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার তার সুর অনেকটাই নরম হয়েছে। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুব ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাধা মোকাবিলায় আলোচনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমি আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” ট্রাম্প আরও বলেন, “আমি নিশ্চিত, আমাদের দুই মহান দেশের সফল সিদ্ধান্তে পৌঁছাতে কোনও অসুবিধা হবে না।”
ট্রাম্পের এই বার্তার পরপরই প্রধানমন্ত্রী মোদিও টুইট করে তার জবাব দিয়েছেন। তিনিও ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন। মোদি লিখেছেন, “ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার। আমি নিশ্চিত, আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের অসীম সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে।” তিনি আরও জানান, দুই দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে তারা একসঙ্গে কাজ করবেন।
গত মাসের শেষের দিকে ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, যা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক চিন সফরে জিনপিং, পুতিন ও মোদিকে এক ফ্রেমে দেখার পর ট্রাম্পের এই নরম মনোভাবকে অনেকেই ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।