OMG! ভিডিয়ো কলে প্রেমিকার সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

প্রেমিকার সঙ্গে ভিডিও কলে চলছিল কথা। হঠাৎই কথোপকথন গড়াল তীব্র ঝগড়ায়। তখনই প্রেমিকাকে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন এক যুবক। এর কয়েক ঘণ্টা পরেই মিলল তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের মহেশমাটিতে। রহস্যজনক এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কী ঘটেছিল সেদিন?
মৃত যুবকের নাম গোলাম শেখ, বয়স ২৪। মহেশমাটিরই এক কাপড়ের দোকানে কাজ করতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের দুর্গাপূজার পরেই মহেশমাটিরই এক বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।
রবিবার রাতে দোকান থেকে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে সেই প্রেমিকার সঙ্গেই ভিডিও কলে কথা বলছিলেন গোলাম। পরিবারের দাবি, তখনই তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। সেই সময়ই গোলাম প্রেমিকাকে আত্মহত্যার হুমকি দেন। এরপর সোমবার ভোরে প্রেমিকা ছুটে আসেন গোলামের বাড়িতে এবং পরিবারের সদস্যদের খবর দেন।
প্রেমিকার দিকে অভিযোগের আঙুল
পরিবারের সদস্যরা দ্রুত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে গোলামের নিথর দেহ। সঙ্গে সঙ্গেই তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর থেকেই গোলামের প্রেমিকার দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। তাদের দাবি, ওই তরুণী গোলামের মোবাইল ফোন ঘেঁটে তাতে থাকা সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছেন। মৃতের মা রানি বিবি বলেন, “আমার ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। আমি ওই মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব।” এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।