‘কালো দিন,’ Gen Z-র রক্তাক্ত জুতোর ছবি পোস্ট করে প্রতিবাদ মণীষা কৈরালার

সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করায় নেপালের রাজধানী কাঠমান্ডু রণক্ষেত্রে পরিণত হয়েছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে যুব সমাজ। এই হিংসার আগুনে জ্বলছে গোটা দেশ। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে চুপ করে থাকতে পারেননি বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা। তিনিও নেপালেরই বাসিন্দা।

সোশ্যাল মিডিয়ায় দেশের পরিস্থিতি নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন মণীষা কৈরালা। ইনস্টাগ্রামে রক্তে ভেজা একটি জুতোয় ছবি শেয়ার করে তিনি লেখেন, “আজ নেপালের জন্য একটি কালো দিন। জনগণের কণ্ঠস্বর, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং ন্যায়বিচারের দাবির জবাব দিয়ে দেওয়া হয়েছে।” এই মন্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন যে দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

মূলত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদেই দেশের তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। শুধু কাঠমান্ডু নয়, বিক্ষোভের আঁচ দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

১৯৭০ সালে ১৬ আগস্ট কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন মণীষা কৈরালা। তার দাদু বিশ্বেশ্বর প্রসাদ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাবা প্রকাশ কৈরালা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। ১৯৮৯ সালে নেপালি সিনেমা ‘ফেরি ভেতৌলা’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর সুভাষ ঘাই পরিচালিত ‘সওদাগর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অভিনয়ের পাশাপাশি তিনি নেপালের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।