মৃতদেহ টাকার জন্য আটকে রাখা যাবে না, সময়সীমাও বেঁধে দিল স্বাস্থ্য দফতর

এবার থেকে বকেয়া বিলের অজুহাতে কোনও রোগীর দেহ আটকে রাখতে পারবে না বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম। এই কড়া নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সোমবার জারি করা এক নির্দেশিকায় কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী, রোগীর মৃত্যুর ৫ ঘণ্টার মধ্যেই দেহ ছেড়ে দিতে হবে। এই নির্দেশ অমান্য করলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হতে পারে।
কেন এই নতুন নিয়ম?
কমিশনের কাছে অভিযোগ আসছিল, অনেক ক্ষেত্রেই বেসরকারি হাসপাতালগুলো বকেয়া বিল পুরোপুরি মেটানো না হলে রোগীর মৃতদেহ আটকে রাখছে। এমনকি স্বাস্থ্যবিমা থাকলেও, ক্লেমের অনুমোদন না পাওয়া পর্যন্ত দেহ ছাড়তে দেরি করা হচ্ছে। এমন অমানবিক ঘটনা যাতে আর না ঘটে, সে কারণে কঠোর পদক্ষেপ নিল স্বাস্থ্য কমিশন।
নতুন নির্দেশিকার মূল বিষয়গুলি:
রোগীর পরিবার যদি বিল মেটাতে অসমর্থ হয়, তবে তা কমিশনকে জানাতে হবে।
বকেয়া টাকা আদায়ের দায়িত্ব নেবে কমিশনই।
কোনও অবস্থাতেই রোগীর দেহ আটকে রেখে পরিবারকে হয়রানি করা যাবে না।
এই নিয়ম না মানলে হাসপাতাল বা নার্সিংহোমের লাইসেন্স বাতিল হতে পারে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো যখন সম্প্রতি একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর ১৫ ঘণ্টা পরেও দেহ আটকে রাখার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা খতিয়ে দেখার পরেই নড়েচড়ে বসে কমিশন এবং এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে।
এই পদক্ষেপের ফলে রোগী ও তার পরিজনদের হয়রানি কমবে বলে আশা করা যায়, পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর অমানবিক কার্যকলাপও অনেকাংশে কমে আসবে।