‘তোলা না পেয়ে ইলিশ চুরি করে বিক্রি,’ পুলিশকে নিয়ে শুভেন্দু অধিকারীর ভয়ঙ্কর দাবিতে তোলপাড়,

পুলিশের তোলাবাজি নিয়ে রাজ্য জুড়ে আগেও সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তিনি একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর অভিযোগ করলেন। তাঁর দাবি, পুলিশ এখন শুধু তোলাবাজিই করছে না, টাকা না পেলে গাড়িতে থাকা মালপত্র চুরি করে বিক্রিও করছে। শুভেন্দু এই ঘটনাকে ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে আখ্যা দিয়েছেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে।

শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ করেছেন, ডায়মন্ড হারবারের মগরাহাট থানার এক পুলিশ আধিকারিক সৈকত রায় একটি ইলিশ ভর্তি গাড়ি আটক করেন। গাড়িচালকরা তাঁকে তোলা দিতে না পারায় সারাদিন গাড়িটি আটকে রাখা হয়। পরে সেই পুলিশ আধিকারিক নিজেই মাছগুলো বিক্রি করার চেষ্টা করলে মাছ ব্যবসায়ীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।

ভিডিওতে কী দেখা গেল?
শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মাছ ব্যবসায়ীরা ওই পুলিশ আধিকারিককে ঘিরে ধরে ‘চোর, চোর’ স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। এই ভিডিওটি সামনে আসার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক চাপানউতোর
শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে দাবি করেন, “এবার তোলাবাজির অর্থ দিতে সক্ষম না হলে গাড়িতে থাকা মাল চুরি করে বিক্রি করে দিচ্ছে। এটাই ডায়মন্ড হারবার মডেল।” তাঁর মতে, এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, না হলে বাংলার মানুষের আরও কী কী দুর্দশা দেখতে হবে তা একমাত্র ঈশ্বরই জানেন। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় পুলিশের সম্মান মাটিতে মিশে গেছে বলে মন্তব্য করা হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূল নেতারা এত গর্ব করেন, এখন সেই ডায়মন্ড হারবারের এই ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান কী বলবেন?