উত্তপ্ত শীতলকুচি, ফের বাংলাদেশের দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক

সীমান্তে একের পর এক অপহরণের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শীতলকুচি। উকিল বর্মনের পর এবার কৃষ্ণচন্দ্র বর্মন নামে আরও এক ভারতীয় কৃষককে বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এক ছাগলকে কেন্দ্র করে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে কৃষ্ণচন্দ্র বর্মন শীতলকুচির গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়া সীমান্তে নিজের ধানখেতে কাজ করছিলেন। সেসময় বাংলাদেশ থেকে একটি ছাগল তার জমিতে ঢুকে ফসল নষ্ট করছিল। এই নিয়ে বাংলাদেশের কিছু বাসিন্দার সঙ্গে তার বচসা শুরু হয়। এরপরই হঠাৎ করে একদল দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে এসে কৃষ্ণকান্তকে জোর করে টেনে নিয়ে যায়।
বিএসএফ ও পুলিশের ভূমিকা কী?
ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার এবং গ্রামবাসীরা দ্রুত কৃষ্ণকান্তকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। খবর পেয়ে বিএসএফ এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিএসএফের পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (BGB)-এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে অপহৃত কৃষককে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া
এই ঘটনা নিয়ে কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা পার্থপ্রতীম রায় বলেন, “এর আগেও উকিল বর্মনকে অপহরণ করা হয়েছিল। আবারও নতুন করে এই ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগের বিষয়। একদিনের মধ্যে যদি ওই কৃষককে ফিরিয়ে আনা না হয়, তবে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাব।”
অন্যদিকে, স্থানীয় বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন, “গোটা বিষয়টি বিএসএফ গুরুত্ব দিয়ে দেখছে। আশা করছি, খুব দ্রুত ওই কৃষককে নিরাপদে ফিরিয়ে আনা হবে।”