ভয়াবহ, দিল্লি-জয়পুর হাইওয়েতে রক্তাক্ত দেহ, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার বিদেশি যুবতী, কী বলছে পুলিশ

দিল্লি-জয়পুর হাইওয়েতে এক বিদেশি যুবতীর অর্ধনগ্ন ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাড়হিম করা এই ঘটনার তদন্তে নেমে গুরুগ্রাম পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। নিহত যুবতীর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর এবং তিনি সম্ভবত উগান্ডার বাসিন্দা।

গুরুগ্রামের আইএমটি চক ফ্লাইওভারের নিচে পড়েছিল যুবতীর দেহটি। পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, যুবতীর মাথা ও শরীরের উপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, হয় তাঁকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে, অথবা গাড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছে।

কীভাবে শুরু হল তদন্ত?
নিহত যুবতীর এক বন্ধু স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে আইএমটি মানেসার থানায় মামলা দায়ের করা হয় এবং অভিযোগে উল্লেখিত দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। ফরেনসিক দল ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্য কোনো অপরাধ ঘটেছে কিনা, তা স্পষ্ট হবে।

বর্তমানে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি ভারতে তাঁর আগমনের কারণ ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজও চলছে। জানা গেছে, মঙ্গলবারের মধ্যে নিহত যুবতীর পরিবারের সদস্যরা গুরুগ্রামে পৌঁছাবেন এবং তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী তদন্ত চালানো হবে।