বিরোধীদের ‘শূন্য’ করেই বাজিমাত, সমবায় নির্বাচনে ১২-০ গোলে জিতল তৃণমূল, তুমুল উল্লাস

সমবায় ভোটে বিরোধীদের কুপোকাত করে আবারও বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। এগরা ১ ব্লকের বড়দা মির্জাপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২-০ আসনে জয়ী হয়েছে শাসকদল। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী ও সমর্থকরা।

সোমবার এই সমবায়ের বাকি ৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগেই ১২টি আসনের মধ্যে ৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। তাই বাকি ৫টি আসনের নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনগুলিতে তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করেছিল বিজেপি এবং সিপিএম। কিন্তু ভোটের ফলাফল বেরোতেই দেখা যায়, তৃণমূলের কাছে পুরোপুরি ধরাশায়ী হয়েছে বিরোধীরা, একটিও আসন তারা দখল করতে পারেনি।

এই বিপুল জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি-সহ অন্যান্য নেতৃত্ব জয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করেন। এই জয়কে তৃণমূলের জেলাব্যাপী সমবায় ভোটে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।