মন্দিরের বিগ্রহ চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পুলিশের, কিন্তু কেন এই কাজ করল এক মহিলা

মন্দির থেকে মূর্তি-সহ অন্যান্য সামগ্রী চুরি হওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তা উদ্ধার করে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন মহিলার নাম উঠে এসেছে। এই প্রসঙ্গে মঙ্গলবার ঘোকসাডাঙ্গা থানায় সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই।

জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে গোপাল এবং রাধাকৃষ্ণের পিতলের মূর্তি-সহ অন্যান্য সামগ্রী চুরি গিয়েছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ সেই সব চুরি যাওয়া মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, গত ৬ তারিখ রাতে এই চুরির ঘটনাটি ঘটে। এরপর ঘোকসাডাঙ্গা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং চুরি যাওয়া মূর্তিগুলি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন মহিলা, যার নাম বুলবুলি বিশ্ব শর্মা, তিনি যুক্ত রয়েছেন। ওই মহিলাকে মানসিক হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে পুলিশ আরও জানিয়েছে, এই চুরির ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।