মগজের কোষ খেয়ে নিচ্ছে অ্যামিবা, কেরলে এপর্যন্ত ৫ মৃত্যু, আক্রান্ত ৪২

কেরলে আবার প্রাণঘাতী মস্তিষ্কের সংক্রমণ অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস-এ আরও একজনের মৃত্যু হয়েছে। মালাপ্পুরম জেলার ভান্দুরের বাসিন্দা ৫৬ বছর বয়সী শোভনা কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই নিয়ে গত এক মাসে রাজ্যে এই রোগে মোট ৫ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, শোভনার মৃত্যুর মাত্র দু’দিন আগেই একই রোগে মারা যান সুলতান বাথেরির ৪৫ বছর বয়সী রথিশ। জানা গেছে, তিনি দীর্ঘদিন হৃদরোগেও ভুগছিলেন।

এই বিরল কিন্তু প্রাণঘাতী সংক্রমণটি মুক্তজীবী অ্যামিবার কারণে ঘটে, যা সাধারণত দূষিত জলে থাকে। পুকুর বা জলাশয়ে সাঁতার কাটা বা স্নানের সময় নাক দিয়ে এই জল মস্তিষ্কে প্রবেশ করলে সংক্রমণ ছড়িয়ে পড়ে। একবার আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি থাকে।

এ বছর কেরলে এখন পর্যন্ত মোট ৪২টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের জন্য বিশেষ চিকিৎসা নির্দেশিকা জারি করেছে এবং সাধারণ মানুষকে দূষিত জলাশয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সংক্রমণ শনাক্ত করে চিকিৎসা শুরু করা এবং সচেতনতাই এখন এই রোগ প্রতিরোধের একমাত্র উপায়।