“যদি পাশ না করতে পারি…?”-হোটেলে রান্নার কাজ থেকে ছুটি নিয়ে SSC-তে ২ ভাই

কলেজ পাশ করার পর থেকেই শিক্ষকতা করার স্বপ্ন ছিল দুই ভাই, সত্যজিৎ দোলই এবং সোমনাথ দোলইয়ের। কিন্তু দীর্ঘদিন এসএসসি পরীক্ষা না হওয়ায় সেই স্বপ্ন পূরণের সুযোগ হয়নি। তাই সংসারের হাল ধরতে দুজনেই পাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ে, সেখানে একটি হোটেলে রান্নার কাজ করতেন তাঁরা।
অবশেষে যখন এসএসসি পরীক্ষা আবার অনুষ্ঠিত হওয়ার খবর জানতে পারেন, তখন তাঁদের আশা নতুন করে জেগে ওঠে। সাথে সাথে দুজনেই ফর্ম পূরণ করেন এবং পরীক্ষা দেওয়ার জন্য ছুটি নিয়ে ফিরে আসেন কাঁথিতে। রবিবার প্রভাতকুমার কলেজের পরীক্ষা কেন্দ্রে তাদের দেখা যায়। তাদের সাথে ছিলেন মামাদাদু কানাইলাল পাত্র, যিনি ছোটবেলা থেকেই তাদের পড়াশোনায় উৎসাহিত করে আসছেন।
কানাইলাল পাত্র বলেন, “ওরা দু’জন পরীক্ষা দিচ্ছে, আর আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়েছি। রোদে দাঁড়ালে ওদের শরীর খারাপ হতে পারে।” তিনি জানান, দুই নাতিই ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো। কিন্তু রাজ্যে দীর্ঘ সময় কোনো এসএসসি পরীক্ষা না হওয়ায় তারা রোজগারের জন্য বাইরে চলে যেতে বাধ্য হয়। তবে এসএসসি-র খবর পেয়েই তারা কাজের ফাঁকে ফাঁকে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে।
সত্যজিৎ এবং সোমনাথ উভয়েই জানান যে, তাঁদের পরীক্ষা ভালো হয়েছে। তারা বলেন, “সবার মতো আমাদেরও আশা, পাশ করব। প্রথম কোনও বড় পরীক্ষায় বসেছি। পরীক্ষা ভালো হয়েছে, বাকিটা ভাগ্যের ব্যাপার।”
তবে তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কেও সচেতন। সত্যজিৎ বলেন, “অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কাজ পাইনি। তাই মুম্বাই চলে গিয়েছিলাম। তবে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার ইচ্ছা বরাবর ছিল। এবার সেটা পূরণ হলো।”
দুই ভাইয়ের পরিবারের আশা, মেধার ভিত্তিতেই তাদের চাকরি হবে। মামাদাদু কানাইলাল বলেন, “আমরা গরিব মানুষ। পাশ করার পর কী হবে, তা পরে দেখা যাবে।” তাঁদের কথায়, পাশ করার ক্ষমতা থাকলেও, টাকা দিয়ে চাকরি জোগাড় করার মতো সামর্থ্য তাঁদের নেই।