গণেশ বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা! মহারাষ্ট্রে একাধিক জেলায় প্রাণ গেল ২২ জনের, নিখোঁজ বেশ কয়েকজন

গণেশ চতুর্থীর উৎসবের মাঝে মহারাষ্ট্রে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিমা বিসর্জনের সময় বিভিন্ন জেলায় একাধিক দুর্ভাগ্যজনক ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
পুনে: পুনে জেলার চাকান এলাকায় বিভিন্ন ঘটনায় মোট ৪ জন ভেসে যান। এর মধ্যে ওয়াকি খুর্দে ভামা নদীতে ২ জন, শেল পিম্পলগাঁওতে ১ জন এবং বীরওয়াড়িতে আরও একজন কুয়োয় পড়ে যান। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নানদেড়: নানদেড় জেলার গাডেগাঁও এলাকায় একটি নদীতে ৩ জন ভেসে যান। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, বাকি ২ জন এখনও নিখোঁজ।
নাসিক: নাসিকের সিন্নর এলাকায় ৪ জন ভেসে যান, যাদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জলগাঁও: জলগাঁও জেলায় ৩ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
থানে ও অমরাবতী: এই দুটি জেলাতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার ফলে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।
উৎসবের এই আনন্দঘন মুহূর্তে এমন দুর্ঘটনার খবরে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন উদ্ধার অভিযান জোরদার করেছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।