পুজোর মুখে পর্যটকদের জন্য স্বস্তি! খুলে গেল উত্তর সিকিমের লাচুং, লাচেনে এখনও জারি নিষেধাজ্ঞা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো উত্তর সিকিমের লাচুং। সোমবার থেকে পর্যটকদের জন্য এই পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গন জেলা প্রশাসন। তবে এখনও কয়েকটি এলাকায় রাস্তা বেহাল থাকায় লাচেন পর্যটনকেন্দ্রটি বন্ধ রয়েছে।

পুজোর ছুটির মরশুমের আগে লাচুং, ইয়ুমথাং এবং ইয়াকসুমের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো খুলে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা কিছুটা স্বস্তিতে। তাদের আশা, পুজোর দিনগুলোতে পর্যটকের আনাগোনা বাড়বে।

উল্লেখ্য, গত দেড় বছর ধরে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে উত্তর সিকিম বন্ধ ছিল। মে মাসের শেষে এটি খুলে দেওয়া হলেও, জুনের শুরুতে আবারও ধস নামায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়।

প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল। সাঙ্গকেলাং ও টুং সেতু মেরামত করা হয়েছে এবং পর্যটকদের যাতায়াতের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সোমবার থেকে পর্যটকদের জন্য পারমিট ইস্যু করা শুরু হয়েছে।

তবে, লাচেনে প্রায়দিনই নতুন করে ধস নামায় রাস্তা মেরামতের কাজ কঠিন হয়ে পড়েছে। বর্ষা এখনও পুরোপুরি বিদায় না নেওয়ায় প্রশাসনও ঝুঁকি নিতে চাইছে না। তাই পুজোর সময় লাচেন খুলবে কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। এদিকে, সোমবার সকালেই নতুন করে ধস নামার কারণে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে।