সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ যাচ্ছেন কুণাল ঘোষ, হাইকোর্ট দিল অনুমতি

তৃণমূল নেতা কুণাল ঘোষকে লন্ডন ও আয়ারল্যান্ডে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি এই সফরের অনুমতি চেয়েছিলেন। তার আইনজীবী অয়ন চক্রবর্তীর আবেদনে সাড়া দিয়ে কোর্ট এই অনুমতি দেয়।
সোমবার সিবিআই কোর্ট তাদের রিপোর্টে জানায় যে, কুণাল ঘোষ সবসময় আদালতের নিয়ম মেনে চলেন। এর প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ কুণালকে বিদেশ সফরের অনুমতি দেন। তবে এই অনুমোদনের ক্ষেত্রে আগের সফরগুলোর মতোই কিছু শর্ত রয়েছে।
কুণাল ঘোষকে ৫ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে।
বিদেশ থেকে ফিরে আসার পর এই টাকা তাকে ফেরত দেওয়া হবে।
চিটফান্ড মামলায় অভিযুক্ত হওয়ায় কুণাল ঘোষের পাসপোর্ট আদালতের কাছে জমা রয়েছে। তাই বিদেশে যাওয়ার জন্য তাকে প্রতিবারই আদালতের অনুমতি নিতে হয়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরের আগেও তাকে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল।