SSC পরীক্ষার দিনে মর্মান্তিক দুর্ঘটনা! স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু স্বামীর, অল্পের জন্য প্রাণে বাঁচল মেয়ে

রবিবার এসএসসি পরীক্ষার দিনে মুর্শিদাবাদে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে এক মাদ্রাসা স্কুলের শিক্ষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটে রবিবার দুপুর প্রায় ১টার দিকে মুর্শিদাবাদের ভাকুড়ি ১২ নম্বর জাতীয় সড়কের উপর। মাদ্রাসা স্কুলের শিক্ষক মণিরুল ইসলাম তার বাইকে করে স্ত্রী সেলিনা বিবিকে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় খড়বোঝাই একটি যন্ত্রচালিত ভ্যান গাড়ির সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর মণিরুল ইসলাম রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। তার মেয়ে রাস্তার পাশের কাদায় পড়ে যাওয়ায় সে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
স্থানীয় লোকজন মণিরুলকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষা শেষে সেলিনা বিবি তার স্বামী ও মেয়েকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়েন। পরে এক আত্মীয়ের মাধ্যমে তিনি স্বামীর দুর্ঘটনার খবর জানতে পারেন এবং হাসপাতালে পৌঁছে তার মৃত্যুর খবর জানতে পেরে ভেঙে পড়েন।
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘাতক যন্ত্রচালিত ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।