এবার রেলে ‘মাছি’ গলারও উপায় নেই! যাত্রীদের সুরক্ষায় প্রতিটি কোচে AI সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে রেল

উৎসবের মরসুমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উত্তর মধ্য রেলওয়ে। এখন থেকে প্রতিটি ট্রেনের কোচে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

এতদিন পর্যন্ত শুধুমাত্র বন্দে ভারত ও শতাব্দী এক্সপ্রেসের মতো কিছু প্রিমিয়াম ট্রেনে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু এবার উত্তর মধ্য রেলওয়ের সব ধরনের কোচে এই ব্যবস্থা করা হচ্ছে। মোট ১৮০০টি কোচে এই ক্যামেরা বসানো হবে, যার মধ্যে রয়েছে ৮৯৫টি এলএইচবি এবং ৮৮৭টি আইসিএফ ক্যাটাগরির কোচ।

সাধারণ এবং স্লিপার কোচে ৬টি করে সিসিটিভি ক্যামেরা এবং এসি কোচে ৪টি করে ক্যামেরা স্থাপন করা হবে।

এই নতুন ক্যামেরাগুলি এআই প্রযুক্তির মাধ্যমে একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। উত্তর মধ্য রেলওয়ের সিপিআরও শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন, এই ব্যবস্থার ফলে অপরাধী চক্র যারা নিরীহ যাত্রীদের ক্ষতি করার চেষ্টা করে, তাদের দমন করা সহজ হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য হলো যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা।