পুজোর পরই সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা? বাড়তে পারে আরও ৩% মহার্ঘ ভাতা

রাজ্য সরকারি কর্মীরা যখন মহার্ঘ ভাতা (DA) নিয়ে আদালতের দরজায় কড়া নাড়ছেন, তখনই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, পুজোর পরপরই কেন্দ্রীয় সরকার আরও ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

কবে ঘোষণা?
কেন্দ্রীয় সরকারের সূত্র অনুযায়ী, অক্টোবরের প্রথম দিকেই এই ঘোষণা করা হতে পারে। এর ফলে দেশের প্রায় ১.২ কোটি সরকারি কর্মী এবং পেনশনভোগী উপকৃত হবেন। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন। যদি আরও ৩% বৃদ্ধি হয়, তবে মোট ডিএ-র হার হবে ৫৮%।

কীভাবে ডিএ গণনা করা হয়?
কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (CPI-IW)-এর ভিত্তিতে ডিএ গণনা করে। ২০২৪-এর জুলাই থেকে ২০২৫-এর জুন পর্যন্ত এই সূচকের গড়ের ওপর ভিত্তি করে এবারের ডিএ ঘোষণা করা হবে।

কারা উপকৃত হবেন?
নতুন ডিএ ঘোষণা হলে এর সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের সকল কর্মী, প্রতিরক্ষা বিভাগের কর্মী, রেলওয়ে কর্মী এবং পেনশনভোগীরা। এই বৃদ্ধি জুলাই মাস থেকে কার্যকর হতে পারে এবং অক্টোবরের বেতনের সঙ্গেই কর্মীরা বর্ধিত ডিএ-র টাকা হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।