‘চাকরি চোর, গদি ছোড়!’ বিস্ফোরক শুভেন্দু, এসএসসি-র প্রশ্ন বিক্রি নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ

তমলুকে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ থেকে আবারও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ‘নো এসআইআর, নো ভোট’ এবং ‘চাকরি চোর, গদি ছোড়’ স্লোগান দিয়ে রাজ্যের শাসক দলকে তুলোধোনা করেন।
শুভেন্দু অধিকারী বলেন, “এসএসসি-র প্রশ্নপত্র তৃণমূলের এজেন্টরা বিক্রি করেছে।” তিনি আরও অভিযোগ করেন, “ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন, এখন চাকরি চলে যাচ্ছে।” দীর্ঘদিন ধরে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি যখন সরব, তখন এসএসসি পরীক্ষা শুরুর দিনেই শুভেন্দুর এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে আক্রমণ করেন। তিনি বলেন, “মমতা ও তার চোর ভাইপোকে তাড়াতে হবে।” এই মন্তব্য করে তিনি রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুভেন্দুর এই ধরনের বিস্ফোরক মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।