ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়! নওশাদের পর এবার দাদা আব্বাসকে চ্যালেঞ্জ শওকতের, কী বললেন তৃণমূল বিধায়ক?

ভোটের মুখে আবারও উত্তপ্ত ভাঙড়। এবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে। দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও, আব্বাস সিদ্দিকি আগামী নির্বাচনে ভাঙড়ে ফিরতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। আর সেই জল্পনার মাঝেই শওকতের এই মন্তব্যে ভাঙড়ের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

কেন এই চ্যালেঞ্জ?
গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার একমাত্র আসন ভাঙড়, যেখানে বিজেপি নয়, বরং নতুন দল আইএসএফ-এর তরুণ নেতা নওশাদ সিদ্দিকি জিতেছিলেন। সেই থেকেই এই এলাকায় নওশাদ বনাম শওকতের লড়াই বারবার সামনে এসেছে। এবার যখন নওশাদের দাদা আব্বাস আবার রাজনীতির ময়দানে ফিরতে পারেন বলে খবর, তখনই শওকত মোল্লা আব্বাসকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন।

ভাঙড়ে একটি প্রতিবাদ মিছিলের পর প্রকাশ্য মঞ্চ থেকে শওকত মোল্লা বলেন, “তুমি যেখানে দাঁড়াবে, আমি সেখানেই লড়ব। তুমি ভাঙড়ে দাঁড়ালে আমি ভাঙড়েই তোমার বিরুদ্ধে প্রার্থী হব।” তিনি বারুইপুর এবং ক্যানিংয়ের মতো একাধিক বিধানসভার নাম উল্লেখ করে একই কথা বলেন।

একসময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ভাঙড় পরে বামেদের দখলে চলে যায়। গত বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকির হাত ধরে তা আইএসএফের দখলে আসে। এবার সেই ভাঙড় পুনরুদ্ধার করতে তৃণমূল দায়িত্ব দিয়েছে শওকত মোল্লার ওপর। আর শওকতের এই প্রকাশ্য হুঁশিয়ারিতে বোঝাই যাচ্ছে, আগামী নির্বাচনে ভাঙড়ের রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে। এখন সবার নজর, আব্বাস সিদ্দিকি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কি না।