“ভারতের উপর আরও ট্যারিফ চাপছে?”-ট্রাম্পের নয়া হুঁশিয়ারিতে বাড়ছে আশঙ্কা

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সরাসরি ভারতকে বিপাকে ফেলতে পারে। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় এবার ভারতকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে।

সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ বিমান হামলার পর থেকেই আমেরিকা ক্ষুব্ধ। এই হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে, এবার তিনি রাশিয়ার ওপর আরও কঠোর পদক্ষেপ নেবেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প শুধু ‘হ্যাঁ’ বলে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন, কিন্তু বিস্তারিত কিছু জানাননি।

রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের তেল চুক্তি আমেরিকার জন্য অস্বস্তির কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডাম্প অভিযোগ করেছেন যে, রাশিয়া থেকে তেল কিনে ভারত প্রকারান্তরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে। এর আগে, গত মাসেই ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর আমেরিকা অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছিল, যার ফলে মোট শুল্কের পরিমাণ ৫০%-এ পৌঁছেছে। ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যে, নিজেদের জাতীয় শক্তি সুরক্ষার জন্য রাশিয়া থেকে তেল আমদানি করা অপরিহার্য।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, “ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়ন সেই দেশগুলির উপর নতুন শুল্ক আরোপ করতে পারে, যারা এখনও রাশিয়া থেকে তেল কিনছে। রাশিয়ার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করতে পারলেই ভ্লাদিমির পুতিন আলোচনার টেবিলে বসবেন।”

সম্প্রতি ট্রাম্প এবং মোদীর কিছু মন্তব্য থেকে ভারত-আমেরিকা সম্পর্ক নতুন করে ভালো হওয়ার ইঙ্গিত মিলেছিল। তবে ট্রাম্পের এই নতুন নিষেধাজ্ঞার হুমকি সেই সম্পর্কের ওপর কালো মেঘ ফেলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।