বাজারে আসছে Oppo-র নতুন ৩টি স্মার্টফোন, দাম কত? ক্যামেরায় কী চমক? দেখুন

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই ভারতে লঞ্চ হতে চলেছে Oppo-র নতুন স্মার্টফোন সিরিজ Oppo F31। আগামী ১৫ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে আসছে। এই সিরিজে তিনটি মডেল থাকবে— Oppo F31, Oppo F31 Pro এবং Oppo F31 Pro Plus। লঞ্চের আগেই এই ফোনগুলোর ডিজাইন, রঙ এবং সম্ভাব্য দাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে।

দাম ও ডিজাইন

টিপস্টার যোগেশ ব্রারের দাবি অনুযায়ী, Oppo F31-এর দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। Oppo F31 Pro এবং Oppo F31 Pro Plus-এর দাম যথাক্রমে ৩০ হাজার টাকার কম এবং ৩৫ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে।

ডিজাইনের দিক থেকে এই সিরিজের প্রতিটি ফোনেই ভিন্নতা দেখা যাবে:

Oppo F31: এই ফোনে থাকবে চৌকো ক্যামেরা মডিউল, যা ফোনের উপরের বাঁ-কোণে থাকবে। এটি নীল, সবুজ ও লাল রঙে পাওয়া যাবে।

Oppo F31 Pro: এই মডেলে চৌকো ক্যামেরা মডিউলটি ফোনের মাঝ বরাবর থাকবে। এটি সোনালি এবং ধূসর রঙে বাজারে আসতে পারে।

Oppo F31 Pro Plus: এই ফোনের মাঝ বরাবর থাকবে একটি গোলাকার ক্যামেরা মডিউল। এই মডেলটি নীল, গোলাপি ও সাদা রঙে পাওয়া যেতে পারে।

শক্তিশালী ব্যাটারি ও দ্রুত চার্জিং

Oppo F31 সিরিজের ফোনগুলোতে ৭০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি থাকতে পারে, যা এক চার্জে দীর্ঘ সময় ধরে চলার ক্ষমতা দেবে। এছাড়াও এতে ৮০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, যা খুব দ্রুত ফোন চার্জ করতে সাহায্য করবে।

ক্যামেরা ও প্রসেসর

Oppo F31 সিরিজের ফোনগুলোর পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সহ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেলফি তোলার জন্য সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। Oppo F31 Pro Plus মডেলে শক্তিশালী Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হতে পারে।

এছাড়াও, এই ফোনগুলো ধুলো এবং জল প্রতিরোধী (dust and water resistant) হবে বলে জানা গেছে, যা এটিকে আরও টেকসই করে তুলবে।