এসএসসি পরীক্ষার্থীদের মানবিক সাহায্য, পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ অভিভাবকরা

রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে যখন এসএসসি পরীক্ষা নিয়ে টানটান উত্তেজনা, তখন হুগলির চুঁচুড়ায় ধরা পড়ল এক মানবিক দৃশ্য। চন্দননগর পুলিশ কমিশনারেটের একজন লেডি অফিসার, জয়ন্তী অধিকারী, পরীক্ষার্থীদের পরিবারের প্রতি তার দায়িত্ববোধ এবং সহমর্মিতা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।
চুঁচুড়ার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে এসেছিল তার দেড় বছরের শিশু ও দাদু। শর্মিষ্ঠা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পর শিশুটিকে নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন তার দাদু শান্তনু বন্দ্যোপাধ্যায়।
এ সময় কর্তব্যরত পুলিশ অফিসার জয়ন্তী অধিকারী তাদের কাছে আসেন এবং দাদুর কোল থেকে শিশুটিকে কোলে তুলে নেন। তিনি দীর্ঘক্ষণ ধরে শিশুটিকে আদর করেন এবং তার সঙ্গে সময় কাটান। এই দৃশ্য দেখে শর্মিষ্ঠার দাদু অভিভূত হয়ে যান এবং পুলিশের মানবিকতার প্রশংসা করেন।
শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ তার নিজের দায়িত্ব পালনের মধ্যেও যেভাবে আমার কাছ থেকে শিশুকে নিয়ে সময় কাটালেন, আদর করলেন, তা খুবই প্রশংসনীয়।” এই ঘটনাটি শুধুমাত্র এই পরিবারেরই নয়, বরং ওই পরীক্ষা কেন্দ্রের অন্যান্য অভিভাবক ও পরীক্ষার্থীদেরও মন জয় করে নিয়েছে।