‘খেলা হবে’ স্লোগান তুলে পেট্রোল পাম্পে তাণ্ডব, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল

রাতের অন্ধকারে কলকাতা শহরের এক পেট্রোল পাম্পে তাণ্ডব চালিয়েছে একদল যুবক, যাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানার অন্তর্গত বৈষ্ণবঘাটা-পাটুলি মোড়ের ৪৫ নম্বর বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পে।

কী ঘটেছিল?

পেট্রোল পাম্পের মালিক দেবরাজ পালের অভিযোগ, শনিবার রাতে চারজন যুবক একটি গাড়িতে আসে। সিএনজি (CNG) নিতে আসা একটি গাড়ির পেছনে নিজেদের গাড়ি দাঁড় করিয়ে তারা হঠাৎই পাম্পের এক কর্মী, এমডি রাজার ওপর চড়াও হয়। মারধর করার পাশাপাশি তারা রাজার কাছে আধার কার্ড ও ভোটার কার্ড চাইতে থাকে। পরে আরও ১০ জন যুবক ব্যাট ও লাঠি নিয়ে এসে পাম্পের অন্যান্য কর্মীদেরও মারধর শুরু করে। এই সময় তারা “আলো বন্ধ কর, খেলা হবে” বলে স্লোগান দিতে থাকে। এমনকি পাম্পের ম্যানেজারের ঘরের দরজায় লাথি মেরে গালিগালাজও করে।

অভিযোগের তির তৃণমূলের দিকে

আক্রান্তরা অভিযোগ করেছেন যে হামলাকারীরা ১১০ নম্বর ওয়ার্ডের যুবক এবং তারা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। তাদের কেউ কেউ স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ঘনিষ্ঠ বলেও জানা গেছে।

পুলিশের পদক্ষেপ

খবর পেয়ে নেতাজিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দু’জনকে আটক করে। তবে পাম্প মালিকের অভিযোগ, মূল অভিযুক্তরা এখনও অধরা। ঘটনার পর আতঙ্কিত পাম্প মালিক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন।

যদিও যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এই ঘটনায় দলের কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, যদি কেউ জড়িত থাকে তাহলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক।