চাকরির পরীক্ষা দিতে এসে সর্বস্ব খোয়ালেন উত্তরপ্রদেশের যুবক, বাংলায় ‘বিভীষিকাময়’ অভিজ্ঞতার শিকার পরীক্ষার্থী

দীর্ঘ আট বছর পর স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন উত্তরপ্রদেশের এক যুবক। রবিবার দুপুরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার কাছ থেকে মোবাইল ও টাকা খোয়া যাওয়ার ঘটনা সামনে আসে।
কী ঘটেছিল?
উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জ সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ। তিনি এসএসসি পরীক্ষা দিতে শনিবার বিভূতি এক্সপ্রেসে করে হাওড়ায় আসেন। সেখান থেকে লোকাল ট্রেনে চেপে হুগলি স্টেশনে নামেন। আনন্দের অভিযোগ, স্টেশনে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সেই ব্যক্তি তাকে হোটেলে নিয়ে গিয়ে খাবার খাওয়ান, এমনকি গঙ্গায় স্নানও করান। এরপর রাতে স্টেশনেই রাত কাটানোর কথা বলে আনন্দকে ছেড়ে চলে যান। এরপর তার আর কিছু মনে নেই।
হাসপাতাল থেকে পরীক্ষা কেন্দ্রে
হুঁশ ফিরলে আনন্দ নিজেকে চুঁচুড়া হাসপাতালে দেখতে পান। তার মোবাইল ও টাকা খোয়া গেছে। কোনোমতে হাসপাতাল থেকে বেরিয়ে তিনি রবিবার নির্দিষ্ট সময়ে হুগলি এইচইটিসি কলেজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। তবে সেখানে তার মাথা ঘুরতে শুরু করে এবং তিনি কেন্দ্রের বাইরেই বসে পড়েন।
আনন্দ জানান, তিনি ইতিহাস বিষয়ে পরীক্ষা দিতে এসেছেন। কিন্তু এই ভয়াবহ অভিজ্ঞতার পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত। তার মোবাইল ও টাকা খোয়া গেছে, যা তাকে আরও বিপাকে ফেলেছে।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে আনন্দ এমন পরিস্থিতির শিকার হলেন এবং তার টাকা ও মোবাইল কে চুরি করল, তা খতিয়ে দেখা হচ্ছে।