মোবাইলে ম্যাজিক শো দেখার নেশাতেই প্রাণ গেল খুদের, শোকে পরিবার

মোবাইলে ম্যাজিক শো দেখার নেশা ছিল ১৩ বছরের রিপম মণ্ডলের। সেই শখই যে তার জীবন কেড়ে নেবে, তা কল্পনাও করতে পারেননি তার পরিবার। শনিবার সকালে বনগাঁর কালোপুরে বাথরুমে ম্যাজিক দেখাতে গিয়ে গলায় গামছার ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণির এই কিশোরের।

জানা গেছে, বনগাঁর কালোপুর পাঁচপোতা হাইস্কুলের ছাত্র রিপম পড়াশোনাতেও বেশ ভালো ছিল। মোবাইলে ম্যাজিক শো দেখা ছিল তার প্রিয় শখ। শুক্রবার বিকেলে বাবা দেবব্রত মণ্ডলের সঙ্গে পুকুরে মাছ ধরে বাড়ি ফিরে সে বাথরুমে স্নান করতে যায়। হাতে ছিল একটি গামছা।

দীর্ঘক্ষণ বাথরুম থেকে কোনো সাড়াশব্দ না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। বাবা দেবব্রত মণ্ডল বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, গামছার ফাঁস গলায় লেগে ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। দ্রুত তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ছেলের এমন করুণ পরিণতিতে বাবা-মা বাকরুদ্ধ। রিপমের বাবা বলেন, “ছেলের আত্মহত্যা করার মতো কোনো ঘটনা ঘটেনি। মোবাইলে ম্যাজিক শো দেখার নেশা থেকেই এই কাণ্ড ঘটেছে।” প্রাথমিক তদন্তে পুলিশও মনে করছে, এটি কোনো আত্মহত্যা নয় বরং নিছকই একটি দুর্ঘটনা। ম্যাজিক দেখানোর সময় সম্ভবত ভুলবশত গলায় ফাঁস লেগে যায়। এই ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নামিয়েছে।