ভোটের পর এখন বিধানসভা, কামব্যাক করতে কোমর বেঁধে নামছে তৃণমূল, শুরু থেকেই জেলা ধরে বৈঠকের সিদ্ধান্ত অভিষেকের

লোকসভা নির্বাচনের পর এবার তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। রাজ্যের ক্ষমতা ধরে রাখতে এবার শুরু থেকেই সংগঠনকে শক্তিশালী করতে চাইছে দল। সেই লক্ষ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক সাংগঠনিক জেলা ধরে বৈঠক করছেন।
কেন জেলা ধরে বৈঠক?
তৃণমূল নেতৃত্বের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বড় জয় পেলেও সংগঠনের কিছু দুর্বলতা সামনে এসেছে। বিভিন্ন সাংগঠনিক জেলায় অন্তর্কলহ, শৃঙ্খলাভঙ্গ এবং বিজেপির প্রচার কৌশল মোকাবিলার মতো একাধিক সমস্যা রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন, প্রতিটি সাংগঠনিক জেলায় আলাদাভাবে বৈঠক করে তৃণমূলের সংগঠনকে আরও দৃঢ় ও শক্তিশালী করতে হবে। প্রতিটি জেলায় ভোটের প্রস্তুতি, বর্তমান সাংগঠনিক অবস্থা এবং বিজেপিকে মোকাবিলা করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
দমদম-ব্যারাকপুর কেন গুরুত্বপূর্ণ?
তৃণমূলের কাছে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই অঞ্চলটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এখানে বিভিন্ন শ্রমিক সংগঠন, শিল্পাঞ্চল এবং নতুন ভোটারদের উপস্থিতি নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এই জেলায় ভালো ফল করলেও, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধি তৃণমূলের কাছে এক বড় সতর্কবার্তা। তাই এবার থেকে বৃহত্তর ভোটব্যাংক ধরে রাখা এবং বিজেপির প্রভাব কমানোর লক্ষ্যেই কৌশল সাজাচ্ছে দল।
বৈঠকে কারা উপস্থিত থাকবেন?
আগামী সোমবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সকল তৃণমূল ব্লক সভাপতিরা উপস্থিত থাকবেন। এই বৈঠক থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।