বিহারে ভোটের মধ্যেই মালয়েশিয়ায় ছুটি কাটাচ্ছেন রাহুল গান্ধী? ছবি প্রকাশ BJP র

বিহার বিধানসভা নির্বাচনের প্রচার যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই কংগ্রেস নেতা রাহুল গান্ধী মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাভিতে ছুটি কাটাচ্ছেন বলে দাবি করেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ছবি শেয়ার করে এই অভিযোগ করেছেন, যা নিয়ে ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে।
অমিত মালব্য নিজের ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে সাদা টুপি এবং জিন্স শর্টসে দেখা যাচ্ছে। মালব্যের দাবি, রাহুল গান্ধী বিহারের তীব্র গরম এবং ধুলাবালি থেকে বাঁচতে গোপন ছুটিতে মালয়েশিয়ায় গিয়েছেন। তিনি আরও বলেন, এটি হয়তো কোনো গোপন বৈঠকও হতে পারে। মালব্যর এই কটাক্ষের মূল লক্ষ্য হল, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রাহুল দেশের মানুষের জন্য কাজ না করে বিদেশে ছুটি কাটাচ্ছেন।
বিতর্কের নেপথ্যে কী?
সম্প্রতি রাহুল গান্ধী বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় অংশ নিয়েছিলেন। আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে যৌথভাবে এই পদযাত্রা ১ সেপ্টেম্বর শেষ হয়। প্রায় ১৩০০ কিলোমিটার রোড শো করেন রাহুল। এই প্রচার শেষ হওয়ার পরই তিনি বিদেশে পাড়ি দিয়েছেন বলে অভিযোগ বিজেপির।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে। বিশেষ করে যখন সংসদ অধিবেশন চলছিল বা গুরুত্বপূর্ণ নির্বাচন চলছিল, তখন তার বিদেশযাত্রা নিয়ে বিজেপি বারবার কটাক্ষ করেছে।
এখনও পর্যন্ত রাহুল গান্ধী বা কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এই ছবি এবং বিজেপির দাবি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।