দু’দিনের নোটিশে বন্ধ এই জনপ্রিয় সিরিয়াল, পুজোর আগে মাথায় হাত কলাকুশলীদের

জনপ্রিয় ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ মাত্র দু’দিনের নোটিশে বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ গোটা ইউনিটের। পূজা শুরুর ঠিক আগে এমন অপ্রত্যাশিত ঘটনায় হতাশ ধারাবাহিকের প্রধান অভিনেত্রী পায়েল দে।
গত এক বছর ধরে চলছিল তথাগত মুখোপাধ্যায় এবং পায়েল দে অভিনীত এই ধারাবাহিকটি। প্রায় ৩২০টি পর্বের সফল সম্প্রচারের পর হঠাৎই বন্ধ হয়ে গেল এটি। পায়েল দে এক সংবাদমাধ্যমকে জানান, তার ১৯ বছরের অভিনয় জীবনে এমন ঘটনা এই প্রথম। তিনি বলেন, “আমাদের অনেক পরিকল্পনা ছিল। একসঙ্গে খাওয়া-দাওয়া, পূজার সময় একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানও করেছিলাম। কিন্তু হঠাৎই সব ভেস্তে গেল।”
ধারাবাহিকটি কেন এত দ্রুত বন্ধ করা হলো, তা নিয়ে মুখ খোলেননি নির্মাতারা। তবে এ ধরনের আকস্মিক ঘটনায় টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পায়েল। তিনি বলেন, “পূজার আগে ছোটপর্দার কাজই অনেকের উপার্জনের একমাত্র পথ। যদি পূজার পর সিরিয়ালটা বন্ধ হতো, তাহলে হয়তো তাদের জন্য ভালো হতো।”
গত রবিবারই এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। পায়েল এবং তথাগত দুজনেই তাদের সোশ্যাল মিডিয়ায় সেট থেকে ছবি শেয়ার করেছেন।