বিশেষ: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে আকাশে ‘Blood Moon’, জেনেনিন কেন চাঁদের রং লাল হয়?

বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে অত্যন্ত বিশেষ। ৭ সেপ্টেম্বর, রবিবার রাতে ভারতসহ বিশ্বের একাধিক দেশ থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সময় আকাশে দেখা যাবে এক রক্তিম চাঁদ, যাকে বলা হয় ‘ব্লাড মুন’। কিন্তু কেন এমনটা ঘটে? আসুন জেনে নিই এই মহাজাগতিক ঘটনার পেছনের কারণ।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কী?

চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটি সূর্যের আলোয় আলোকিত হয়। যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের ঠিক মাঝে চলে আসে, তখন সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চন্দ্রগ্রহণ হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় এই ছায়া পুরো চাঁদকে ঢেকে ফেলে এবং এর রঙ লাল হয়ে যায়।

কেন চাঁদের রং লাল হয়?

চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের দিকে যায়। এ সময় বায়ুমণ্ডলে থাকা অন্যান্য রঙের (কম তরঙ্গদৈর্ঘ্যের) আলো বিক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের ওপর প্রতিফলিত হয়। এর ফলে আমরা চাঁদকে রক্তিম দেখতে পাই।

কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ?

যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে ভারতের যেকোনো স্থান থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

  • শুরু: ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৭ মিনিটে।
  • পূর্ণ গ্রহণ: রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর ১২টা ২৩ মিনিট পর্যন্ত।
  • গ্রহণ শেষ: ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৭ মিনিটে।

কোথায় দেখা যাবে?

এশিয়া, অস্ট্রেলিয়া, এবং আফ্রিকা থেকে এই চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে। ভারতের প্রায় সব বড় শহর, যেমন কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ থেকে এই দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে ভারতবাসীকে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।