অবশেষে বৃষ্টির ঘ্যানঘ্যানে দিন শেষ! পুজোয় কী থাকবে ঝলমলে রোদ? রইল দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

বেশ কিছুদিন ধরে চলা লাগাতার বৃষ্টির পর অবশেষে স্বস্তির দেখা মিলেছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, সামনেই পুজো, আবহাওয়া কি এমন থাকবে নাকি আবার মেঘ-বৃষ্টির খেলা শুরু হবে? এই প্রশ্নের উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মৌসুমি অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের দিঘা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে, যার জেরে গরম ও অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আপাতত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। উপরের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে এবং ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত উপরের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।