প্রাথমিক নিয়োগ কাণ্ডে আপডেট…ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করলেন চন্দ্রনাথ সিনহা! জানুন কী কারণ?

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডির বিশেষ আদালত তাকে ১২ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সেই নির্ধারিত তারিখের ৬ দিন আগেই তিনি আদালতে হাজির হন। তবে আদালত তাকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল বলে জানা যায়। দু’বার ইডির তলব এড়িয়ে যাওয়ার পর তিনি অবশেষে অগস্ট মাসে ইডি দফতরে হাজিরা দেন।

পরে কলকাতার বিশেষ সিবিআই আদালতে তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। প্রথমে রাজভবনের অনুমোদনের অভাবে চার্জশিট গৃহীত হয়নি। কিন্তু রাজ্যপাল সি ভি আনন্দ বোস চার্জশিটে অনুমোদন দেওয়ার পর আদালত তা গ্রহণ করে এবং মন্ত্রীকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

পার্থ চট্টোপাধ্যায়ের পর দ্বিতীয়
পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রী দুর্নীতির মামলায় সরাসরি অভিযুক্ত হলেন। চন্দ্রনাথ সিনহার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। তবে আদালত তাকে কিছু শর্ত মেনে চলার নির্দেশ দিয়েছে।