পুকুরে ওটা কী..? সামনে যেতেই চমকে উঠল সকলে! ‘নিখোঁজ’ ছাত্রের মৃতদেহ উদ্ধার, শোরগোল নদিয়ার তেহট্ট এলাকায়

তেহট্টের নিশ্চিন্তপুরে এক তৃতীয় শ্রেণির ছাত্রের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গতকাল দুপুর থেকে নিখোঁজ থাকা ওই ছাত্রকে খুন করা হয়েছে, এই অভিযোগে তার প্রতিবেশীর বাড়িতে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। এই ঘটনায় গণপিটুনিতে দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্বর্ণাভের মৃতদেহ ত্রিপলে মোড়া অবস্থায় ভাসতে দেখেন এলাকাবাসী।

মৃত শিশুর পরিবারের অভিযোগ, তাদের প্রতিবেশী উৎপল মণ্ডল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এই অভিযোগের পরই ক্ষিপ্ত জনতা উৎপলের বাড়িতে চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। তারা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের হাতে গণপিটুনিতে উৎপল মণ্ডলসহ আরও দু’জন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নিশ্চিন্তপুর গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। পুলিশি পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।